Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আইসিটি রিসোর্স সেন্টার

বিসিসি আঞ্চলিক কার্যালয়, বরিশাল এ স্থাপিত আইসিটি রিসোর্স সেন্টার এর উদ্দেশ্যঃ

 
“তথ্য ও প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলেপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি) সহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আয়তায়  বিসিসি’র ৭টি আঞ্চলিক কার্যালয়ে (রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ফরিদপুর ও রংপুর) সকল ধরনের প্রতিবন্ধিদের বিনা ফি'তে প্রশিক্ষণ ও চাকুরী সহায়তা দেয়ার জন্য একটি করে “আইসিটি রিসোর্স সেন্টার” প্রতিষ্ঠিত করা হয়েছে। 
 
বিসিসি’র আঞ্চলিক কার্যালয়ের অধীনে স্থাপিত রিসোর্স সেন্টারেরর মাধ্যমে নিম্নবর্নিত কোর্স সমূহ পরিচালনা করা হয়ঃ
 
১। কোর্সের নাম : Introduction to computer and Application Packages
 মেয়াদ : ৬০ ঘন্টা (২০দিন)
 নূন্যতম যোগ্যতা : এস.এস.সি
 কোর্স আউটলাইন :
o Concept of Computer
o Fundamental of Operating System(OS)
o Microsoft Word
o Microsoft Excel
o Microsoft PowerPoint
o Internet and E-mail Useges
o Freelancing and Outsourcing Technique
 
 
২। কোর্সের নাম : Graphics Design and Multimedia
 মেয়াদ : ৬০ ঘন্টা (২০দিন)
 নূন্যতম যোগ্যতা : এস.এস.সি
 কোর্স আউটলাইন :
o Introduction to Graphics Design and Multimedia
o Adobe Illustrator
o Adobe Photoshop
o In Design for Publishing
o Sound Editing, Video Editing
o After Effect, Adobe Acrobat
o Freelancing and Outsourcing Technique
 
 
৩। কোর্সের নাম : Web and Mobile Application
 মেয়াদ : ৬০ ঘন্টা (২০দিন)
 নূন্যতম যোগ্যতা : এস.এস.সি
 কোর্স আউটলাইন :
o Web concept
o Hypertext Markup Language (HTML)
o Cascading Style Sheet
o JAVA Script,PHP
o Database MySQL
o Introduction to Mobile Application
o Development
o Freelancing and Outsourcing Technique
 
প্রশিক্ষণার্থীর ভর্তি পদ্ধতিঃ
 আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আসন পূরণ করা হবে। 
 প্রশিক্ষণ কমিটি কর্তৃক প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থী তালিকা চুড়ান্ড করা হবে। 
 
প্রশিক্ষণ কোর্সের সুবিধাদীঃ
 কোন কোর্স ফি নেই;
 যাতায়াতে ও আবাসন ভাতা;
 দুপুরেরর খাবারের ব্যবস্থা;
 বিনামূল্যে প্রশিক্ষণ উপকরণ( খাতা , কলম বই ও ব্যাগ);
 
আগ্রহী প্রার্থীকে ১ কপি ছবি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং প্রতিবন্ধিতার সনদসহ বিসিসি’র ওয়েবসাইট www.epwdict.com এর মাধ্যমে অনলাইনে আবেদন করার অনুরোধ জানানো হল। 
 
উপসংহার:
আশা করা হচ্ছে বাংলাদেশ সরকারের গৃহীত এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের পিছিয়ে পড়া প্রতিবন্ধী ব্যক্তিদের কিছু অংশ হলেও তাদের জীবন মান পরবর্তনে সহায়ক হবে এবং দেশের সামগ্রীক উন্নয়ন তথা ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে গণ্য হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।