Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ‘গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ২০২১’ এর ফাইনালে বাংলাদেশের ৪টি পুরষ্কার অর্জন
বিস্তারিত
যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ‘গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ২০২১’ এর ফাইনাল রাউন্ড ২০-২১ অক্টোবর ২০২১ তারিখে অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে মোট ১৯ জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করে মোট ৪টি পুরষ্কার অর্জন করেন। যার মধ্য একটি বেস্ট এ্যাওয়ার্ড ও তিনটি গুড এ্যাওয়ার্ড রয়েছে।
বাংলাদেশের পক্ষে ই-লাইফম্যাপ ক্যাটাগরি থেকে বেস্ট এ্যাওয়ার্ড অর্জন করেন জনাব রইছ উদ্দিন মারুফ (বাক ও শ্রবণ); ই-টুল এক্সেল ক্যাটাগরি থেকে গুড এ্যাওয়ার্ড অর্জন করেন জনাব অমিত সুজাউদ্দিন তুরাগ (এনডিডি) ও জনাব নিয়ামুল রশিদ শিহাব (শারীরিক) এবং ই-লাইফম্যাপ ক্যাটাগরি থেকে গুড এ্যাওয়ার্ড অর্জন করেন জনাব মেহেদী হাসান (শারীরিক)।
Rehabilitation International Korea (RI KOREA) কর্তৃক অনলাইনে আয়োজিত এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে মোট ১৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এবারের প্রতিযোগিতায় এশিয়া প্যসিফিক অঞ্চলের বাংলাদেশসহ মোট ১৩টি দেশ অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ২টি পর্বের মধ্যে ১ম পর্ব প্রিলিমিনারী এবং গ্র্যান্ড ফাইনাল পর্ব।
উল্লেখ্যে গত ১৭ জুন ২০২১ তারিখ, যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ২০২১ অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে মোট ২০ জন প্রতিযোগী বিসিসি’র প্রধান কার্যালয় ঢাকাসহ রাজশাহী, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ফরিদপুর ও রংপুর আঞ্চলিক কার্যালয় থেকে অংশগ্রহণ করে।
বাংলাদেশ ২০১৫ সাল থেকে জিআইটিসিতে অংশ নিচ্ছে। এই বছর মিয়ানমারের প্রতিযোগিতার আয়োজন করার কথা ছিল। কোভিড-১৯ মহামারীর কারণে সারা বিশ্ব থেকে প্রতিযোগীদের একত্রিত করার ধারণা পরিত্যাগ করা হয় এবং সর্বশেষ এটি অনলাইনের মাধ্যমে আয়োজন করা হয়। উল্লেখ্য প্রতি বছর এ আয়োজন সরাসরি অনুষ্ঠিত হলেও কোভিড ১৯ এর কারণে এবার অনলাইনে জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হলো।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
22/10/2021
আর্কাইভ তারিখ
31/12/2021