অদ্য ২৪.০৬.২০২১ খ্রিঃ তারিখে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আঞ্চলিক কার্যালয় (রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, ফরিদপুর ও রংপুর) সমূহের আঞ্চলিক পরিচালক গণের সাথে নির্বাহী পরিচালক মহোদয় ২০২১-২২ সালের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেন। ভার্চুয়াল প্লাটফর্মের অনুষ্ঠিত উক্ত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসি'র সদস্য জনাব মোঃ রেজাউল করিম, পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) জনাব মোহাম্মদ এনামুল কবির, বিসিসি'র সচিব জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং বিসিসি'র এপিএ টিমের ফোকাল পয়েন্ট মোহাম্মদ মনিরুল ইসলাম সহ বিসিসি প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বিসিসি'র ৭টি আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক গণ নিজ নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এপিএ স্বাক্ষর করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস