শফিক মুন্সি ::
গত শনিবার ০৭ আগস্ট বেলা এগারোটায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) বরিশাল আঞ্চলিক কার্যালয়ে “তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডার সহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন” প্রকল্পের অধীনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ICT কোর্সের ৭ম ব্যাচের (দৃষ্টি প্রতিবন্ধী) উদ্বোধন করা হয়।উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ এনামুল কবির,পরিচালক ( প্রশিক্ষণ ও উন্নয়ন), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদিউল আলম,নির্বাহী পরিচালক,বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা,আগৈলঝাড়া,বরিশাল । অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন জনাব মো:মনিরুল ইসলাম, আঞ্চলিক পরিচালক ,বিসিসি,বরিশাল । আরো উপস্থিত ছিলেন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা – কর্মচারীবৃন্দ সহ প্রশিক্ষনার্থীরা । উক্ত অনুষ্ঠানে অতিথিরা প্রতিবন্ধী ব্যাক্তিদের কর্মে সুযোগ সৃষ্টির জন্য সরকারি পদক্ষেপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেসরকারি সহযোগিতা বাড়ানোর জন্য সমাজের সকলকে আহবান জানান।
উল্লেখ্য, বিসিসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ে এর পূর্বে প্রতিবন্ধী ব্যাক্তিদের আর্থ- সামাজিক প্রেক্ষাপট উন্নয়নের লক্ষ্যে আরো ৬টি ব্যাচে মোট ১২০ জনকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে যাবতীয় কোর্স ম্যাটারিয়ালসের সাথে নগদ বারো হাজার টাকা করে ভাতা প্রদান করা হয়েছে। বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস