৩০/০৫/২০২২ খ্রিষ্টাব্দ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল,বরিশাল আঞ্চলিক কার্যালয়ে "তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডার সহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন" প্রকল্পের অধীনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ICT কোর্সের ১৮তম ব্যাচের উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বরিশালের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ জসিম, প্রকল্পের প্রশিক্ষক (আইটি) জনাব এমরান হোসেন এবং প্রকল্পের প্রশিক্ষক (এনডিডি কাম প্লেসমেন্ট অফিসার) জনাব মর্জিনা খানম রত্না উপস্থিত ছিলেন। এসময় প্রশিক্ষণার্থীদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণের সুফল এবং এই জ্ঞানকে কাজে লাগিয়ে তাদের ভবিষ্যৎ জীবনে উন্নয়নের ধারনা প্রদান করা হয়। এছাড়াও কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ প্রশিক্ষনার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস