Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিসিসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে “ডিজিটাল বাংলাদেশ-এ ৪র্থ শিল্প বিপ্লবের গুরুত্ব”- বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বিস্তারিত

অদ্য ০৬/০৬/২০২১ খ্রিঃ তারিখ,বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল,আঞ্চলিক কার্যালয়, বরিশাল কর্তৃক স্ব-শরীরে ও অনলাইন কাঠামো সংমিশ্রনে-“ডিজিটাল বাংলাদেশ-এ ৪র্থ শিল্প বিপ্লবের গুরুত্ব”- বিষয়ক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে সকলে জুম প্লাটফর্মে যুক্ত হয়। সেমিনারের শুরুতে প্রধান অতিথি বিসিসি-র সদস্য ও অতিরিক্ত সচিব জনাব রেজাউল করিম সেমিনারের শুভ উদ্ভোধন করেন এবং পরবর্তীতে কম্পিউটার কাউন্সিল আঞ্চলিক কার্যালয়, বরিশাল এর হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার ও সেন্টার ইন চার্জ জনাব মোহাম্মদ জসীম, ডিজিটাল বাংলাদেশে-৪র্থ শিল্প বিপ্লবের গুরুত্ব সম্পর্কে ধারনা পেশ করেন এবং তিনি তার বক্তব্যে বিসিসি, বরিশাল আঞ্চলিক কার্যালয়ের  কার্যক্রম তুলে ধরেন- তথ্য প্রযুক্তি নির্ভর মানব সম্পদ উন্নয়ন,  এই কার্যালয় কি কি  ভূমিকা রেখেছে তা তুলে ধরেন এছাড়া মাঠ পর্যায়ে স্থাপিত নেটওয়ার্ক ও বর্তমান কোভিড-১৯ অবস্থায় ভিডিও কনফারেন্স সিস্টেমের মাধ্যমে পরস্পর বিভিন্ন অফিস যোগাযোগ স্থাপনে বিভিন্ন প্রকার সহায়তা প্রদান করে আসছে বলে তিনি জানান। এছাড়া স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার অকেজো ঘোষণা করন সহ,  জনবল নিয়োগে সহায়তা প্রদান এবং বিসিসির প্রকল্প সমূহ বাস্তবায়নে সহায়তা করণসহ আরো বিভিন্ন কাজ তুলে ধরেন। তিনি সেমিনারে সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এর পর মূল প্রবন্ধ উপস্থাপক জনাব এনামুল কবির (প্রশিক্ষন ও উন্নয়ন) বিসিসি, ঢাকা মূল প্রবন্ধ উপস্থাপন করেন। যিনি আইসিটি বিভাগের অত্যন্ত সূদক্ষ, জ্ঞানী ও পরিচিত ব্যক্তিত্ব। তিনি তার উপস্থাপনায় বর্তমান ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ভিত্তি এবং ৪র্থ শিল্প বিপ্লবের গুরুত্ব সম্পর্কে আরো বিস্তারিত আলোকপাত করেন। তিনি চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রসমূহ এবং   উদাহরন দিয়ে ডিজিটাল বাংলাদেশে এর গুরুত্ব তুলে ধরেন্।

এর পর সেমিনারের এক পর্যায়ে বিশেষ অতিথি জনাব শহিদুল ইসলাম, স্থানীয় সরকার, জেলা প্রশাসক,বরিশাল বক্তব্য পেশ করেন।  তিনি তার বক্তব্যে

বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে বিশ্বের দেশসমূহ অনেক কঠিন কাজকে সহজ করে নিয়েছে যেমন-কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা কিভাবে বাড়াতে হবে, শরীরের রোগ নির্ণয়ে মেশিন বলে দিচ্ছে কি করতে হবে এবং কি করব। তাই তিনি তার কথায় বলতে চেয়েছেন যে বর্তমান ৪র্থ শিল্প বিপ্লবে টিকে থাকতে দক্ষ মানব সম্পদ তৈরী করতে হবে। যাহাতে Automation পদ্ধতি সমূহকে চালনা করা সম্ভব হয়। এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে নতুন নতুন গবেষণা ও জ্ঞান অর্জন করতে হবে। তিনি আরো বলেন বর্তমান সরকারী প্রতিষ্ঠান গুলোতে যে সকল জনবল আছে ৪র্থ শিল্পবের কারণে তখন এই সকল জনবলগুলো প্রয়োজন হবে না তখন টেকনিক্যাল নলেজ সম্পর্কিত ব্যক্তির প্রয়োজন বেশি দেখা দিবে তাহলে এ সকল জনবল গুলোকে প্রযুক্তি শিক্ষা গ্রহন করতে হবে। যদি আমরা এ কাজগুলো করতে পারি তাহলে আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারব।  

উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজী বিভাগের চেয়ারম্যান জনাব মোহাঃ আব্দুল মাসুদ। তিনি ৪র্থ শিল্প বিপ্লব সম্পর্কে আরো সুষ্পষ্ট ধারণা ব্যক্ত করেন। তার ধারনায় ৪র্থ শিল্প বিপ্লবে Skilled manpower যারা হবে তারা Jobless হবে না এবং তাদের salary অনেক উচ্চ হবে এবং বাহিরেও তাদের Skilled কে কাজে লাগাতে পারবে। সেজন্য আমাদের একাডেমিয়ায় এ সকল Skill manpower তৈরী করতে হবে ও প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে সিলেবাস প্রণয়ন করতে হবে এবং কাজের ক্ষেত্র সৃষ্টি করতে হবে। এ সকল বিষয়ে সরকারী ও বেসরকারী পর্যায়ে পৃষ্ঠপোষকতা থাকতে হবে। তাহলে বাংলাদেশ IT enable দক্ষ জনশক্তি তৈরী করতে পারব বলে আশা করা যায়।

তার বক্তব্যের ধারাবাহিকতায় সেমিনারে যুক্ত  বিভিন্ন অফিস এর কর্মকর্তাগণ এবং শিক্ষকবৃন্দ উম্মুক্ত আলোচনা করেন। উক্ত আলোচনায় ৪র্থ শিল্প বিপ্লবের গুরুত্ব নিয়ে বর্তমান ডিজিটাল বাংলাদেশে আমাদের সামনের দিনগুলোতে কি করণীয় তা উঠে আসে। এরপর প্রধান অতিথি এ বিষয়ে তার আরো সুন্দর বক্তব্য তুলে ধরে সেমিনার সমাপ্তি ঘোষণা করেন।

উক্ত সেমিনারে বিসিসি কার্যালয়ের ভার্চুয়াল জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের অফিস প্রধান ও কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন একাডেমিয়া ও কলেজের শিক্ষক প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি বৃন্দ সহ বিসিসির প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। সেমিনারে সঞ্চালনের দায়িত্ব পালন করেন  মার্জিনা খানম রত্মা, এনডিডির সব ধরনের প্রতিবন্ধীর ক্ষমতায়ন প্রকল্পের আইটি প্রশিক্ষক কাম প্লেসমেন্ট অফিসার। বিসিসি আঞ্চলিক কার্যালয়,বরিশালের সকল কর্মকর্তা/কর্মচারীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে উক্ত সেমিনারটি সফলভাবে সমাপ্ত হয়েছে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
06/06/2021
আর্কাইভ তারিখ
12/07/2022