Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সুশাসন সংক্রান্ত অংশিজনগণের অংশগ্রহনে সভা
বিস্তারিত

অদ্য ০৫/০৪/২২ইং তারিখ বিসিসি, বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সকল শিক্ষার্থী, বিভিন্ন অফিসের এবং বিসিসি,বরিশালের কর্মকর্তাবৃন্দ গুগল মিটে ভার্চুয়ালীভাবে এবং স্বশরিরে সভায় যুক্ত ছিলেন।  সভাপতি মহোদয় সকল শিক্ষার্থী এবং কর্মকর্তা বৃন্দের সাথে কুশলাদি ও মতবিনিময় করেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) জনাব মোহাম্মদ এনামুল কবির,  এরপর প্রধান অতিথির অনুমতিক্রমে সভার কার্যক্রম শুরু করা হয়। সভার শুরুতে সভাপতি মহোদয় সুশাসন কি, সুশাসন এর গুরুত্ব সম্পর্কে সভায় তার স্বাগত বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। সুশাসন হচ্ছে অংশগ্রহণমূলক, স্বচ্ছ, দায়িত্বশীল ও ন্যায়সঙগত ব্যবস্থা যা আইনের শাসনকে নিশ্চিত করে। সভাপতি মহোদয় বলতে চান বাংলাদেশের জনগন সকল সেবাই বেশির ভাগ গ্রহন করেন সরকারী অফিস সমূহে সুতরাং সরকারের এ সেবা সমূহ জনগনের দোরগোড়ায় সুষ্ঠুভাবে পৌছানো সরকারের মূল দায়িত্ব। সূষ্ঠুভাবে সেবা প্রদানে প্রতিটি সরকারী অফিস সমূহের নিজস্ব গন্ডির ভিতর স্বচ্ছতা, দায়িত্বশীলতা, সরকারের আইন ওবিধি বিধান অনুসরণ করে সেবা প্রদান করা।  

এরপর প্রধান অতিথি এ বিষয়ে তার কিছু মূলবান বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, সুশাসন বজায় রাখতে প্রত্যেক সরকারী অফিসের নিজস্ব অফিসকে নিজের মত মনে করে পরিস্কার ও পরিচ্ছন্নতা বজায় রেখে তার সুন্দর স্বাবলীল ব্যবহার দিয়ে সেবাগ্রহীতার কাছে স্বচ্ছতা বজায় রেখে সেবা প্রদান করা উচিত। সেজন্য রয়েছে সরকারী নানা রকম আইন ও বিধিবিধান, এগুলো অনুসরন করা। সরকার যে ভাবে জনগণের দোরগোড়ায় সেবা প্রদানের জন্য যে সকল পন্থা অবলম্বন করছে সেগুলো সঠিক নিয়মে ব্যবহার করতে শেখা। সঠিক শুদ্ধাচার পালন করা একান্ত কর্তব্য বলে মনে করেন। তাছাড়া সেবাগ্রহীতাগণও তাদের সেবা গ্রহনে সচেষ্ট থাকা যাতে তিনি সেবার অধিকার হতে বঞ্চিত না হন।  তিনি তার বক্তব্য আর দীর্ঘায়িত না করে সমাপ্ত করেন। এর পর শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে মতামত জানতে চাইলে সবাই সুশাসন সকল অফিসে তৈরী হওয়া উচিত বলে তারা মনে করেন, সেই সাথে বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সমুদয়  সেবার প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন।

সভায় আর কোন আলোচনা না থাকায় সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি মহোদয় সভার সমাপ্তি ঘোষনা করেন।

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
06/04/2022
আর্কাইভ তারিখ
30/04/2022