অদ্য ২৬-৬-২৪ তারিখ বরিশাল আঞ্চলিক কার্যালয়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কার্যালয়ের অ্যাসোসিয়েট জনাব এম আই মোঃ বাকী বিল্যাহ অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে সরকারী অফিস সমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতার দিক তুলে ধরে এর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত স্টেকহোল্ডার গণ তাদের বিসিসি, বরিশালের কর্মকান্ড নিয়ে ভূয়সী প্রশংসা তুলে ধরেন এবং তাদের নিজ নিজ অভিমত শেয়ার করেন। তারা বিসিসির মাধ্যমে কর্মমূখী যে শিক্ষা নিয়ে যাচ্ছে তারা তাদের কর্মজীবনের সাথে তা সম্পৃক্ত করে দপ্তর সমূহে ভূমিকা রাখতে পারবে বলে আশা ব্যক্ত করে। আঞ্চলিক পরিচালক, জনাব মোহাম্মদ জসীম তার মূল্যবান বক্তব্য রাখেন । সভার সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ জসীম। উক্ত অনুষ্ঠানে কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং কার্যালয়ের ষ্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস