অদ্য ২৪.০৮.২০২৩ তারিখ বিসিসি'র মান্যবর নির্বাহী পরিচালক (গ্রেড-১) জনাব রণজিৎ কুমার স্যার বিসিসি, আঞ্চলিক কার্যালয়, বরিশাল পরিদর্শন করেন। তিনি কেন্দ্রে উপস্থিত হলে বিসিসি, আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে বিসিসি'র নির্বাহী পরিচালক স্যারকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বিসিসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ে স্বাগতম জানান কেন্দ্রের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ জসীম ও অ্যাসোসিয়েট লেয়ার ওয়ান সার্ভিস ডেলিভারী জনাব এম আই মোঃ বাকী বিল্যাহ। এরপর কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম পরিদর্শন কালে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং কেন্দ্রের স্থায়ী ভবন নির্মানের জন্য জমি ক্রয়ের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন, সেই সাথে বরিশালে নবাগত জেলা প্রশাসক মহোদয়ের সাথে ফোনালাপে দীর্ঘ কিছুক্ষণ বিসিসি, বরিশাল জায়াগা বরাদ্ধের বিষয়ে সহযোগীতা করার জন্য আলাপ আলোচনা করেন এবং কেন্দ্রে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ জসীম কে জেলা প্রশাসক মহোদয়ের সাথে যোগাযোগ করতে বলেন। এরপর বরিশাল আঞ্চলিক কার্যালয় সমূহের প্রশিক্ষণ কার্যক্রম, কার্যালয়ের সার্বিক উন্নতি ও প্রকল্পসমূহ (ইনফো-২ ও কানেক্টেড বাংলাদেশ) কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা ও সঠিক দিক নির্দেশনা প্রদান করেন। কার্যালয়ের পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে তার মতামত লিপিবদ্ধ করেন। এর পর তিনি শিক্ষা বোর্ডের নিকটে অবস্থিত বরিশাল আইটি/হাইটেক পার্ক পরিদর্শন করেন। পরিদর্শনে উপস্থিত ছিলেন কেন্দ্রের আঞ্চলিক পরিচালক (ভারঃ) ও কর্মকর্তাবৃন্দ। সর্বশেষে কার্যালয়ের সার্বিক উন্নতির উপর সঠিক দিক নির্দেশনা প্রদান করে তিনি বিসিসি বরিশাল আঞ্চলিক কার্যালয় ত্যাগ করেন। বরিশাল আঞ্চলিক কার্যালয় পরিদর্শনের জন্য কার্যালয়ের পক্ষ হতে স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস