অদ্য ০৬-০৫-২৩ইং তারিখ বরিশাল সার্কিট হাউজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব মোহাম্মদ শামসুল আরেফিন মহোদয় এর আগমনে বিসিসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ জসীম সৌজন্য সাক্ষাত করেন এবং ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। সাক্ষাতকালে আঞ্চলিক পরিচালক মহোদয় বরিশাল আঞ্চলিক কার্যালয়ের চলমান আইসিটি কার্যক্রম, বরিশাল অঞ্চলে আইসিটি প্রসারে চলমান প্রকল্প সমূহের অগ্রগতি, বিভিন্ন দপ্তরের ইনফোসরকার-২ ও ৩ এবং কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে ইন্টারনেট সংযোগ ও ফাইবার প্রতিস্থাপনের মাধ্যমে কানেক্টেভিটি সম্পর্কে অবহিত করেন। সচিব মহোদয় বরিশাল অঞ্চলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সরকারের রাজস্ব খাতকে বেগবান করতে মূল্যবান কিছু সুপরামর্শ প্রদান করেন। তাছাড়া আইসিটি সক্ষমতা আনয়নে আইটির সাথে সম্পর্কিত সকল প্রতিষ্ঠানকে একসাথে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করতে বলেন। কিছু উদ্ভাবনী কার্যক্রমের উদাহরন দিয়ে কিছু দিক নির্দেশনাও প্রদান করেন। বরিশাল অঞ্চলে আইসিটি ইনকিউবেটর ও শেখ কামাল ইনস্টিটিউট এর বর্তমান কার্যক্রম সম্পর্কে মহোদয়কে অবহিত করানো হয়। তিনি তার বক্তব্যের পাশাপাশি বিসিসি বরিশাল আঞ্চলিক কার্যালয়সহ অন্যান্য তথ্য প্রযুক্তির অফিস সমূহের জন্য স্থায়ী জায়গা বরাদ্ধের বিষয়ে জেলা প্রশাসককে সমন্বয় করতে বলেন। উক্ত সময়ে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মনদীপ ঘোরাই, আরো উ্পস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার জনাব মোঃ আতিকুর রহমান ও সহকারী প্রোগ্র্রামারগণ এবং বিসিসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস