অদ্য ২৮-০৫-২৩ তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় শিল্পকলা একাডেমি, ঝালকাঠিতে জেলা প্রশাসন ঝালকাঠির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন উপলক্ষ্যে "ঝালকাঠি স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩" শুরু হয়। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আঞ্চলিক কার্যালয়, বরিশাল উক্ত মেলায় অংশগ্রহন করে। উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি জনাব আলহাজ্জ্ব আমির হোসেন আমু, এম পি, ঝালকাঠি-২ ও উদ্ভাবক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক, এম পি. এবং অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক, জনাব ফারাহ গুল নিঝুম। উক্ত মেলায় উপস্থিত শিক্ষার্থীবৃন্দ ও বেকার যুবক যুবতিগণ তাদের নিজ নিজ দক্ষতার জীবন বৃত্তান্ত প্রদান করে। মেলায় সরকারি/বেসরকারী অনেক চাকুরী দাতা প্রতিষ্ঠান উপস্থিত থেকে তাৎক্ষনিক চাকুরিএবং চাকুরীর জীবনবৃত্তান্ত গ্রহন করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস