গত ২৭-৬-২৪ তারিখ রোজ বৃহস্পতিবার বেলা ১২:০০ ঘটিকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বরিশালের আয়োজনে স্টেক হোল্ডার সমন্বয়ে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বরিশাল বিভাগের সরকারী কর্মকর্তা ও এনটিটিএন এর বিভিন্ন কর্মকর্তা উ্পস্থিত ছিলেন। সভার শুরুতে সভাপতি মহোদয় সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে অনুষ্ঠান শুরু করেন। কার্যালয়ের অ্যাসোসিয়েট (লেয়ার ওয়ান সার্ভিস ডেলিভারী) জনাব এম আই বাকি বিল্লাহ অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে সকলের উদ্দেশ্য একটি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। এর পর সভাপতি স্টেক হোল্ডার গণের সাথে অভিযোগ প্রতিকার বিষয়ে কিছু মূল্যবান বক্তব্য পেশ করেন। বিভিন্ন অফিস হতে আগত কর্মকর্তাগণ এ বিষয়ে কিছু মতবিনিময় করেন। পরিশেষে সভাপতি আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জনাব মোহাম্মদ জসীম সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্ত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস