অদ্য ২৩/৩/২২খ্রীঃ তারিখ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আঞ্চলিক কার্যালয়, বরিশালে জনাব মোহাম্মদ জসীম, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার ও সেন্টার ইনচার্জে সভাপতিত্বে বিকাল ৩:০০ টায় অভিযোগ প্রতিকার বিষয়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এনামুল কবির, পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনিরুল ইসলাম, আঞ্চলিক পরিচালক,ঢাকা। আরো উপস্থিত ছিলেন বিভাগীয় গণগ্রনথাগারের সহকারী পরিচালক জনাব খালেদ সাইফুল্লাহ, সহকারী প্রোগ্রামার জনাব শরিফুল ইসলাম, গৌরনদী উপজেলা, বরিশাল এবং সরকারী অফিসের কর্মকর্তাসহ বরিশাল আঞ্চলিক কার্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও এনডিডি প্রকল্পের প্রশিক্ষক (আইটি), এনডিডি কামপ্লেসমেন্ট অফিসার, ইনফোসরকার-২ এর মেইন্টেনেন্স সাপোর্ট ইঞ্জিনিয়ার সভার উপস্থিত হয়। জনাব মোহাম্মদ জসীম, সেন্টার ইনচার্জ, অভিযোগ প্রতিকার নীতিমালা-২০১৫ পরিমার্জিত রুপ -২০১৮ তুলে ধরেন সেই সাথে কেন্দ্রের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে তুলে ধরেন। উপস্থিত সকলের অভিমত গ্রহন করেন। এর পর পরিচালক মহোদয় তার মূলবান বক্তব্য পেশ করেন। সর্বশেষে আঞ্চলিক পরিচালক মহোদয়ের বক্তব্য পেশ করেন। বক্তব্য শেষে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস