অদ্য ১০-০৩-২৩ইং তারিখ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক(গ্রেড-১) জনাব রণজিৎ কুমার মহোদয় বিসিসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। উক্ত কার্যালয় পরিদর্শন কালে তিনি কেন্দ্রের প্রশিক্ষণ অগ্রগতি, ল্যাব পরিদর্শন, ইনফোসরকার-২ প্রকল্পে গঠিত নেটওয়ার্কের অবস্থা এবং বরিশাল বিভাগে কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের কাজের অগ্রগতি, কার্যালয়ের ব্যাকআপ সিস্টেম, উদ্বাভনী কার্যক্রম ও অনলাইনে কার্যালয়ের সংরক্ষিত ছাত্রছাত্রীদের ডাটাবেজ পর্যবেক্ষন করেন। উক্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন কার্যালয়ের আঞ্চলিক পরিচালক(ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জসীম ও কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। নির্বাহী পরিচালক মহোদয় কর্মকর্তা/কর্মচারীদের সাথে কার্যালয়ের বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করেন এবং কার্যালয়ের সার্বিক উন্নয়নে কিভাবে কার্য সম্পাদন করলে ভাল হয়, সে ব্যপার তিনি মুল্যবান সুপরামর্শ প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস