প্রতিষ্ঠানের চাহিদা সাপেক্ষে কম্পিউটার ল্যাব ভাড়া প্রদান করা হয়ে থাকে-
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আঞ্চলিক কার্যালয় বরিশাল এ তিনটি কম্পিউটার ল্যাব রয়েছে। প্রতি ল্যাবে বিশটি কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ অন্যান্য আধুনিক সুবিধাদি রয়েছেঃ
- প্রতিটি ল্যাবে এয়ার কন্ডিশনারের ব্যবস্থা রয়েছে;
- জনপ্রতি একটি করে কম্পিউটার ব্যবহারের সুবিধা;
- বিদ্যুৎ এর ব্যাকআপ হিসাবে নিজস্ব জেনারেটরের ব্যবস্থা রয়েছে;
- উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা;
- আপ্যায়ন রুমসহ নামাজের ব্যবস্থা।
ল্যাব ভাড়ার হারঃ
- অর্ধদিবস ৪,০০০.০০ টাকা;
- পূর্ণদিবস ৭,০০০.০০ টাকা;
* সরকারি বিধিমোতাবেক ভ্যাট ও অন্যান্য (যদি থাকে) প্রদান করতে হবে।
বিভাগীয়/জেলা পর্যায়ে সরকারী দপ্তর/প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের আইসিটি প্রশিক্ষণ এবং জনবল নিয়োগে কম্পিউটার ব্যবহারিক পরিক্ষা পরিচালনায় ই-নিয়োগ সংক্রান্ত:
recruitment.bcc.gov.bd পোর্টালের মাধ্যমে বর্তমানে বিসিসি আঞ্চলি কার্যালয়,বরিশালে প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক কর্মকর্তা/কর্মচারীদের আইসিটি প্রশিক্ষণ এবং প্রত্যাশি প্রতিষ্ঠানের জনবল নিয়োগে কম্পিউটার ব্যবহারিক পরিক্ষা পরিচালনা করে থাকে।
- অত্যন্ত স্বচ্ছতা ও সুনামের সহিত পরীক্ষা পদ্ধতি পরিচালনা করা হয়ে থাকে।
- পর্যাপ্ত কম্পিউটার ল্যাব ও রিসোর্স ব্যবস্থার মাধ্যমে পরীক্ষা গ্রহন করা হয়ে থাকে।
- এছাড়া অত্যন্ত গোপনীয়তা ও সঠিকতা বজায় রেখে অনলাইন মাধ্যমে ব্যবহারিক পরীক্ষা নেয়া হয়ে থাকে।
- কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ রিসোর্স পার্সন দ্বারা পরীক্ষার খাতা অনলাইনে যাচাই বাচাই করা হয়ে থাকে।
- সঠিক সময়ে পরীক্ষা নেয়া ও ফলাফল মূদ্রণের ব্যবস্থা রয়েছে।
- হাইস্পিড ইন্টারনেট ব্যবহারে সুবিধার মাধ্যমে পরীক্ষা নেয়া হয়ে থাকে।