অদ্য ০২-১১-২৩ তারিখ রোজ বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আয়োজনে “বরিশাল স্মার্ট কর্মসংস্থান মেলা” আয়োজিত হয়। স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক। অনুষ্ঠানটি সকাল ১০:০০ টায় মাননীয় উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন মহোদয়ের সম্মতিতে উদ্ভোধনীর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। এরপর ইংরেজী বিভাগের চেয়ারম্যান জনাব তানভীর কায়সার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। উপস্থিত বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ার মহোদয় এবং বরিশাল শিক্ষক সমিতির কর্মকর্তা বৃন্দ এবং বরিশাল ক্যারিয়ার ক্লাবের সাথে সম্পৃক্ত কর্মকর্তাগণ জব সম্পর্কিত বিষয়ে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন। এরপর বিশেষ অতিথি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বরিশাল কার্যালয়ের আঞ্চলিক পরিচালক বক্তব্য পেশ করেন। এরপর প্রধান অতিথি উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন মহোদয় বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কর্মসংস্থানে বিষয়ে শিক্ষার্থীদের কিছু মুল্যবান বক্তব্য রাখেন তাদের সামনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দক্ষ জনবল হওয়ার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং আইটিতে সম্পৃক্ত থেকে জব সেক্টরের চাহিদা অনুযায়ী নিজেকে তৈরী হতে পরামর্শ প্রদান করেন। ব্যবসা শিক্ষা বিভাগের ডীন জনাব ড. আব্দুল্লাহ আল মাসুদ মহোদয় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন। এরপর মাননীয় উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন মহোদয় মেলার বিভিন্ন স্টল সহ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বরিশালের স্টল ঘুরে দেখেন। বিভিন্ন স্টলের উদোক্তাদের ভূয়সী প্রশংসা করে সুন্দর কিছু পরামর্শ পেশ করেন যাতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখা যায়। অনুষ্ঠানের এক পর্যায়ে বরিশালের বিভিন্ন সফল উদ্যোক্তা এবং ফ্রিলান্সারগণ তাদের অভিজ্ঞতার বিষয়গুলো শিক্ষার্থীদের উদ্দেশ্য শেয়ার করেন। এরপর সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS